How to link PAN card and Aadhaar card?
আয়কর দপ্তর প্রত্যেক ব্যক্তি যাকে একটি স্থায়ী অ্যাকাউন্ট নম্বর (PAN) বরাদ্দ করেছে এবং যারা একটি আধার নম্বর পাওয়ার যোগ্য, তারা নির্ধারিত ফর্মে আধার নম্বরটি জানাবে। নির্ধারিত তারিখের আগে বাধ্যতামূলকভাবে তাদের আধার এবং প্যান লিঙ্ক করতে হবে (টাকা না দিয়ে এই ৩১/০৩/২০২২ তারিখ এবং নির্ধারিত টাকা দিয়ে এই ৩১/০৩/২০২৩ তারিখের মধ্যে)। পরবর্তী ক্ষেত্রে নির্ধারিত টাকা দিয়ে এই কাজটির সময়সীমা বাড়িয়ে এই ৩০/০৬/২০২৩ তারিখ করেছে।
এই পরিষেবাটি পূরণ করতে এই কাগজগুলি প্রয়োজন:
প্যান কার্ড
আধার কার্ড
মোবাইল নম্বর
প্যান কার্ড এবং আধার কার্ড দুটি আইডি কিছু সহজ পদক্ষেপ অনুসরণ করে সংযোগ করতে পারবেন। তারজন্য প্যান কার্ড এবং আধার কার্ডে যে নাম ও বিবরণ উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে মিল থাকা জরুরী।
প্যান কার্ড আধার কার্ড সংযোগ করার জন্য কোনো অফিস বা সাইবার ক্যাফেতে যাওয়ার দরকার নেই নিজের মোবাইল বা কম্পিউটার এর ইন্টারনেট ব্যবহার করে এই কাজটি করতে পারবেন।
তারপর যে পেজ সামনে আসবে সেখানে থাকা নির্দিষ্ট বাক্সে প্যান নম্বর এবং আধার নম্বর লিখে "View Link Aadhaar Status" অপশন এ যেতে হবে।
দেখতে অনেকটা এইরকম
☟
এবার যদি দেখায় আপনার প্যান ও আধার নম্বর লিঙ্ক আগে থেকে নেই (যেমন "PAN not linked with Aadhaar. Please click on Link aadhaar link to link your Aadhaar with PAN.") তখন আপনাকে লিঙ্ক করার জন্য যে পদ্ধতি সেটা বেছে নিতে হবে।
দেখতে অনেকটা এইরকম
☟
আপনার প্যান এবং আধার নম্বর লিখুন, তারপর "Validate" এ ক্লিক করে দেখুন কি দেখাচ্ছে।
দেখতে অনেকটা এইরকম
☟
যদি টাকা জমা দেওয়ার অপশন দেখাচ্ছে তবে সেখানে "Continue to Pay Through e-Pay Tax" এ যান।
দেখতে অনেকটা এইরকম
☟
এরপর আপনাকে প্যান নম্বর ও মোবাইল নম্বর লিখতে হবে। তার জন্য "PAN/TAN", "Confirm PAN/TAN" and "Mobile" এইরকম বাক্স রয়েছে। সমস্ত কিছু লেখা হয়ে গেলে "Continue" সুইচ চেপে পরের পাতায় যাবেন।
দেখতে অনেকটা এইরকম
☟
মোবাইল নম্বরে OTP আসবে সেটা লিখে "Continue" করবেন তাতে ভেরিফিকেশন কাজটি সম্পন্ন হবে।
দেখতে অনেকটা এইরকম
☟
তারপর "Continue" করবেন তাতে যেটা আসবে সেখানে "Income Tax" অংশের "Proceed" অপশন এ যাবেন।
দেখতে অনেকটা এইরকম
☟
সেখানে "Assement Year" বাক্সে সবথেকে ওপরে থাকা আর্থিক বছর (যেমন: 2023-24) and "Type of Payment (Minor Head)" এ Other Receipts (500) করে "Continue" করতে হবে।
দেখতে অনেকটা এইরকম
☟
১০০০ টাকা জমা হচ্ছে সেটা জানাবে সেখানে "Continue" করতে হবে তবে একটি চালান ডাউনলোড করতে পারবেন।
দেখতে অনেকটা এইরকম
☟
আপনার প্যান এবং আধার নম্বর লিখুন, তারপর "Validate" এ ক্লিক করে দেখুন কি দেখাচ্ছে।
দেখতে অনেকটা এইরকম
☟
যদি টাকা জমা হয়ে গেছে তবে সেখানে টাকা জমার চালান এর তথ্য দেখাবে। তারপর "Continue" করতে হবে।
দেখতে অনেকটা এইরকম
☟
এরপর যে অংশ আসবে সেখানে আধার কার্ডে যেমন নাম লেখা আছে তেমন নাম "Name as per Aadhaar" বাক্সে লিখতে হবে. আর যদি আধার কার্ডে জন্ম তারিখ শুধু বছরটা লেখা থাকে তবে "I have only year of birth in Aadhaar card" চেক বাক্সে টিক চিহ্ন দিতে হবে। শেষে "I agree to validate my Aadhaar details" চেক বাক্সে টিক চিহ্ন দিয়ে "Link Aadhaar" এ যেতে হবে।
দেখতে অনেকটা এইরকম
☟
একটা মেসেজ দেখাবে যে প্যান এবং আধার কার্ডের লিঙ্ক করার আবেদন জমা হয়েছে। কিছু পরে "Aadhaar PAN link status" এ চেক করতে হবে লিঙ্ক সম্পন্ন হয়েছে কিনা দেখার জন্য। এই পদ্ধতি আগে দেখানো হয়েছে।
দেখতে অনেকটা এইরকম
☟