How to collect demand draft??
ডিম্যান্ড ড্রাফ্ট একটি পেপার ডকুমেন্ট যা সরাসরি ব্যাঙ্ক থেকে তুলতে হয়। এটি একটি সিকিউর পেমেন্ট মাধ্যম যা পেমেন্ট একটি ব্যাংকের অধিকারীর হাতে পৌঁছে দেয়।
একটি ডিমান্ড ড্রাফট সংগ্রহ করতে ব্যাংক যাওয়ার পূর্বে নিচের ধাপগুলি অনুসরণ করতে হবে:
১. প্রথমে ব্যাঙ্কে গিয়ে ফর্ম তোলার কাউন্টার থেকে ডিম্যান্ড ড্রাফ্ট তোলার ফর্ম নিতে হবে।
দেখতে অনেকটা এইরকম
☟
এটি একটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্কের ডিম্যান্ড ড্রাফ্ট তোলার ফর্ম
প্রথম অংশে যেগুলো লিখতে হবে
☟
Branch: (যে ব্যাংক থেকে ড্রাফ্ট তুলবেন সেই ব্যাংকের ঠিকানা)
Date: (তারিখ)
Applicant's Name: (যার নামে ড্রাফ্ট তোলা হবে তার নাম)
Please issue draft/BC in favour of: (অফিসের নাম যেখানে টাকা জমা হবে)
Amount in words: (যত টাকার ড্রাফ্ট কাটবেন সেটা কথায় লিখতে হবে)
Amount: (যত টাকার ড্রাফ্ট কাটবেন সেটা সংখ্যায় লিখতে হবে)
Exchange: (ড্রাফ্ট এর জন্য ব্যাংক কিছু টাকা নিয়ে থাকে সেটা সংখ্যায় লিখতে হবে)
Total: (মোট টাকাটি সংখ্যায় লিখতে হবে)
দ্বিতীয় অংশে যেগুলো লিখতে হবে
☟
Branch: (যে ব্যাংক থেকে ড্রাফ্ট তুলবেন সেই ব্যাংকের ঠিকানা)
Date: (তারিখ)
Please issue: Draft/Banker's Cheque: (এখানে Draft লেখার ওপর ✓ টিক দেবেন)
In favour of: (অফিসের নাম যেখানে টাকা জমা হবে সেটি ইংরেজি বড় হরফে লিখতে হবে)
Rupees (In words): (যত টাকার ড্রাফ্ট কাটবেন সেটা কথায় লিখতে হবে)
Payable at Branch: (অফিসের ব্যাংকের ব্রাঞ্চের ঠিকানা)
Mobile/Telephone Number: (যার নামে ড্রাফ্ট তোলা হবে তার মোবাইল নম্বর)
PAN Number: (যার নামে ড্রাফ্ট তোলা হবে তার প্যান কার্ডের নম্বর)
Name & Address of the Applicant: (যার নামে ড্রাফ্ট তোলা হবে তার নাম এবং ঠিকানা)
Amount: (যত টাকার ড্রাফ্ট কাটবেন সেটা সংখ্যায় লিখতে হবে)
Exchange: (ড্রাফ্ট এর জন্য ব্যাংক কিছু টাকা নিয়ে থাকে সেটা সংখ্যায় লিখতে হবে)
Total: (মোট টাকাটি সংখ্যায় লিখতে হবে)
Signature of the Applicant: (যার নামে ড্রাফ্ট তোলা হবে তার সই/সহি করতে হবে)
২. ফর্মটি সম্পূর্ণ করার পর পেমেন্ট এর পরিমাণ প্রদান করতে হবে নির্দিষ্ট টাকা জমা দেওয়ার কাউন্টারে। টাকা জমা হয়ে গেলে ফর্মের একটি অংশ আপনাকে দিয়ে দেবে সেটি দেখিয়ে পরে ড্রাফ্ট নিতে যেতে হবে।
৩. সম্ভবত সেই দিনেই কিছু সময় অপেক্ষা করলে ব্যাঙ্ক থেকে আপনাকে ডেকে নেবে এবং ড্রাফট দিয়ে দেবে। অথবা সেই দিন আপনার হাতে সময় না থাকলে অন্যদিন গিয়েও ড্রাফ্ট পেতে পারবেন।